ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ১১ দিনেও থানায় মামলা রেকর্ড করেনি পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রেজাউল করিম বাবু নামে এক যুবককে আটক করলেও পুলিশ ৫ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। এখন সেই যুবক এলাকায় গিয়ে স্থানীয় লোকজন নিয়ে নির্যাতিত যুবকের মার দায়ের করা অভিযোগটি তুলে নিতে দফায় দফায় হত্যার হুমকি দিচ্ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। কান্নাজড়িত কণ্ঠে দিলরুবা বেগম বলেন, নির্যাতনের ফলে তার ছেলের একটি পা ভেঙে গেছে। এদিকে ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল হক গতকাল রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে জানান, নির্যাতিত যুবকের মা দিলরুবা বেগম গত বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। গত ৩০ জুন তা তিনি নিজে থানায় এসে তুলে নিয়ে গেছেন। যার কারণে এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়নি। তবে ওসির কথা অস্বীকার করে নির্যাতিত যুবক আনিসের মা অভিযোগকারী দিলরুবা বেগম সাংবাদিকদের জানান, অভিযোগটি তুলে নেওয়া তো দূরের কথা রেজাউল করিম বাবু আটক হওয়ার খবর শোনার পর থানাতেই যাননি। তাহলে কীভাবে অভিযোগ তুলে নিলাম। আসলে আমরা গরিব মানুষ তাই ওসি সাহেব মামলা রেকর্ড করবেন না। থানায় মামলা না নিলে প্রয়োজনে আদালতে মামলা করব। তারপরও সরকারের কাছে এ নির্যাতনের বিচার চান তিনি। উল্লেখ্য, ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাঁওহাটী গ্রামে নিঠু মিয়ার ছেলে আনিসকে (২৬) একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজাউল করিম বাবু মিয়া, সাগর আলীর ছেলে রফিক ও রিজিক আলীর ছেলে কাইয়ুম, হাছান আলীর ছেলে ফিরোজ ও হাবিবুর রহমানসহ ৫-৭ জন মিলে ফিরোজের মোবাইল ও স্থানীয় কৃষকদের শ্যালো ইঞ্জিন চুরি করার অভিযোগ এনে ২৩ জুন নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর নওগাঁওহাটী নবীন সংঘ ক্লাব ঘরের সামনে নিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে হাত ও পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করে। দিনভর নির্যাতনের পর ওইদিন বিকালে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ধামরাইয়ে যুবককে নির্যাতন
১১ দিনেও মামলা হয়নি পরিবারকে হুমকি
ধামরাই প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর