সড়ক দুর্ঘটনায় ১২ জেলায় গত পাঁচ দিনে ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে নয়জন; নারায়ণগঞ্জের সোনারগাঁ, চুয়াডাঙ্গা, নাটোরের বড়াইগ্রামে চারজন করে; গাজীপুর, ফরিদপুরের ভাঙ্গা, মানিকগঞ্জ, মাদারীপুরে দুজন করে এবং বরিশাল, নড়াইল, শেরপুরের নালিতাবাড়ী ও টাঙ্গাইলে নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—রংপুর : তারাগঞ্জ উপজেলার জিগাতলায় শুক্রবার বিকালে বাসের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ নিহত হয়েছেন ছয়জন। তারা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের রওশন আরা, তার ছেলে শহিদ, মেয়ে কলেজছাত্রী শাহনাজ, শহিদের স্ত্রী দুলালী, তাদের ছেলে মুস্তাকিন ও ভ্যানচালক সেকেন্দার। এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর বাহারকাছনায় ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসক ফজলুল হক বাদশাসহ দুজন এবং বিকালে মিঠাপুকুরের বলদীপুকুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী নুরবানু বেগম নিহত হয়েছেন। নীলফামারীর একই পরিবারের পাঁচজনের দাফন গতকাল সকালে সম্পন্ন হয়েছে। এ দিন জলঢাকা উপজেলার চ্যাঙমারী গ্রামে নিহতদের বাড়ি গিয়ে দেখা যায় চলছে মাতম। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা : পৃথক সড়ক দুর্ঘটনায় জেলায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন আলমডাঙ্গার পারকুলা গ্রামের প্রিন্স, ইমন, গাজীপুরের শ্রীপুরের সজল ও দামুড়হুদার রামনগর গ্রামের জামাত আলী। শুক্রবার বিকালে দুর্ঘটনা দুটি ঘটে। বড়াইগ্রাম : পাবনা-নাটোর মহাসড়কের খেজুরতলায় মঙ্গলবার বাস খাদে পড়ে নজরুল নামে এক নির্মাণশ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার উপজেলার রেজুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সম্পাদক মেহেদী হাসান ও তার গাড়িচালক সাহাবুদ্দিন মারা গেছেন। অন্যদিকে শুক্রবার মানিকপুরে বাস উল্টে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন জালাল নামে এক যাত্রী। গাজীপুর : কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন ফরিদা বেগম ও শিশুকন্যা ফারিয়া। তাদের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার নলিপলাশ গ্রামে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে রনি মুন্সী নামে এক কিশোর নিহত হয়েছে। রনি স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এর আগে মঙ্গলবার ভাঙ্গার মুনসুরাবাদে মাইক্রোর সঙ্গে বাসের সংঘর্ষে মারা গেছেন মাইক্রোচালক দিদার শেখ। এদিন একই সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হন ৩৩ যাত্রী। মানিকগঞ্জ : সাটুরিয়ায় গোলড়া এলাকায় ট্রাক-বাসের সংঘর্ষে দুই চালক নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া নামক স্থানে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশাল বন্দর থানার শাহীন ও যশোরের বাঘারপাড়ার জাহাঙ্গীর। মাদারীপুর : শিবচর উপজেলার ঠাকুর বাজারে শুক্রবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় উজ্জ্বল নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল শিবচর পাঁচ্চরের বাবুলের ছেলে। একই দিন কালকিনির ডাসারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালেক নামে একজন নিহত ও আহত হন ২৫ জন। বরিশাল : সদর উপজেলার সাহেবেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। সজীব সদর উপজেলার চরকরমজীর হাবিবুর রহমানের ছেলে। নড়াইল : নড়াইল-মাগুরা সড়কের ময়েনখোলায় শুক্রবার বাসচাপায় আমির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমির ময়েনখোলার আনোয়ার হোসেনের ছেলে। টাঙ্গাইল : সখীপুরে ট্রাকচাপায় আমেনা বেগম নামে একজনের প্রাণহানি ঘটেছে। আমেনা ওই গ্রামের মজনু মিয়ার স্ত্রী। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার মোটরসাইকেল চাপায় রোকেয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কিল্লাপাড়ার মাইন উদ্দিনের স্ত্রী।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
সড়ক দুর্ঘটনায় পাঁচ দিনে নিহত ৩৩
রংপুরে একই পরিবারে পাঁচজন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর