রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচ দিনে নিহত ৩৩

রংপুরে একই পরিবারে পাঁচজন

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ১২ জেলায় গত পাঁচ দিনে ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে নয়জন; নারায়ণগঞ্জের সোনারগাঁ, চুয়াডাঙ্গা, নাটোরের বড়াইগ্রামে চারজন করে; গাজীপুর, ফরিদপুরের ভাঙ্গা, মানিকগঞ্জ, মাদারীপুরে দুজন করে এবং বরিশাল, নড়াইল, শেরপুরের নালিতাবাড়ী ও টাঙ্গাইলে নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—রংপুর : তারাগঞ্জ উপজেলার জিগাতলায় শুক্রবার বিকালে বাসের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ নিহত হয়েছেন ছয়জন। তারা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের রওশন আরা, তার ছেলে শহিদ, মেয়ে কলেজছাত্রী শাহনাজ, শহিদের স্ত্রী দুলালী, তাদের ছেলে মুস্তাকিন ও ভ্যানচালক সেকেন্দার। এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর বাহারকাছনায় ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় চিকিৎসক ফজলুল হক বাদশাসহ দুজন এবং বিকালে মিঠাপুকুরের বলদীপুকুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী নুরবানু বেগম নিহত হয়েছেন। নীলফামারীর একই পরিবারের পাঁচজনের দাফন গতকাল সকালে সম্পন্ন হয়েছে। এ দিন জলঢাকা উপজেলার চ্যাঙমারী গ্রামে নিহতদের বাড়ি গিয়ে দেখা যায় চলছে মাতম। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা : পৃথক সড়ক দুর্ঘটনায় জেলায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন আলমডাঙ্গার পারকুলা গ্রামের প্রিন্স, ইমন, গাজীপুরের শ্রীপুরের সজল ও দামুড়হুদার রামনগর গ্রামের জামাত আলী। শুক্রবার বিকালে দুর্ঘটনা দুটি ঘটে। বড়াইগ্রাম : পাবনা-নাটোর মহাসড়কের খেজুরতলায় মঙ্গলবার বাস খাদে পড়ে নজরুল নামে এক নির্মাণশ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার উপজেলার রেজুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সম্পাদক মেহেদী হাসান ও তার গাড়িচালক সাহাবুদ্দিন মারা গেছেন। অন্যদিকে শুক্রবার মানিকপুরে বাস উল্টে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন জালাল নামে এক যাত্রী। গাজীপুর : কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন ফরিদা বেগম ও শিশুকন্যা ফারিয়া। তাদের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার নলিপলাশ গ্রামে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে রনি মুন্সী নামে এক কিশোর নিহত হয়েছে। রনি স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এর আগে মঙ্গলবার ভাঙ্গার মুনসুরাবাদে মাইক্রোর সঙ্গে বাসের সংঘর্ষে মারা গেছেন মাইক্রোচালক দিদার শেখ। এদিন একই সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হন ৩৩ যাত্রী। মানিকগঞ্জ : সাটুরিয়ায় গোলড়া এলাকায় ট্রাক-বাসের সংঘর্ষে দুই চালক নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া নামক স্থানে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশাল বন্দর থানার শাহীন ও যশোরের বাঘারপাড়ার জাহাঙ্গীর। মাদারীপুর : শিবচর উপজেলার ঠাকুর বাজারে শুক্রবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় উজ্জ্বল নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল শিবচর পাঁচ্চরের বাবুলের ছেলে। একই দিন কালকিনির ডাসারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালেক নামে একজন নিহত ও আহত হন ২৫ জন। বরিশাল : সদর উপজেলার সাহেবেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। সজীব সদর উপজেলার চরকরমজীর হাবিবুর রহমানের ছেলে। নড়াইল : নড়াইল-মাগুরা সড়কের ময়েনখোলায় শুক্রবার বাসচাপায় আমির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমির ময়েনখোলার আনোয়ার হোসেনের ছেলে। টাঙ্গাইল : সখীপুরে ট্রাকচাপায় আমেনা বেগম নামে একজনের প্রাণহানি ঘটেছে। আমেনা ওই গ্রামের মজনু মিয়ার স্ত্রী। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার মোটরসাইকেল চাপায় রোকেয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কিল্লাপাড়ার মাইন উদ্দিনের স্ত্রী।

সর্বশেষ খবর