ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুরহাট। ভারতীয় গরুর চেয়ে এবার হাটগুলোতে দেশি গরুই বেশি দেখা যাচ্ছে। দামও বেশ চড়া। তবে ভারত থেকে গরু আমদানি হলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : তানোরের মুন্ডুমালা, মান্দার চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুহাটেই এবার দেশি গরুর আধিক্য। পাশাপাশি ছাগল-ভেড়াও উঠছে হাটে। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি বাগড়া দিলেও তা উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে হাটগুলো। মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ । সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও সজাগ দৃষ্টি রাখছে। চাঁপাইনবাবগঞ্জ : ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত দিয়ে গরু আসা এখন পুরোপুরি বন্ধ। ফলে এবার কোরবানির ঈদে বেশি দামে দেশি গরু কিনতে হবে। বিজিবি বলছে বৈধপথে গরু আনতে কোনো বাধা নেই। তবে কোনো অবস্থায়ই অবৈধ পথে কাউকে সীমান্ত পার হতে দেওয়া হবে না। ভারতীয় গরু না আসায় গরু ব্যবসার সঙ্গে জড়িত এ জেলার প্রায় ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঝিনাইদহ : সদর উপজেলার হাজরা গ্রামের প্রায় শতভাগ কৃষাণ-কৃষাণী প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি গ্রহণ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষকদের পাশাপাশি অনেক বেকার যুবকও এ কাজে আত্মনিয়োগ করেছেন। প্রতি বছরই একেকজন কৃষক একাধিক গরু পালন করে সংসারে আনছেন স্বচ্ছলতা। সিরাজগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। এবার কোরবানির জন্য প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের তিন লক্ষাধিক গবাদি পশু স্বাভাবিক নিয়মে মোটাতাজাকরণ তবে বন্যার কারণে ঘাসের বদলে বেশি দামে ভূষি কিনে খাওয়াতে খরচ একটু বেশি হয়েছে। তারপরও এসব গরু বিক্রি করে লাভবান হবেন খামারিরা এমনটাই আশা করছেন। তবে ভারত থেকে অবৈধ পথে গরু আমদানি হলে খামারিরা লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাতক্ষীরা : ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশিয় গরুর চাহিদা বেড়েছে সাতক্ষীরায়। সরগরম হয়ে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। উজ্জীবিত ব্যবসায়ী ও ক্রেতারা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র জানান, ভারত থেকে গরু না আসায় কৃষকরা লাভবান হচ্ছেন। তারা গরুর ভালো দাম পাচ্ছেন।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
জমে উঠেছে পশুহাট দেশি গরু বেশি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর