ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুরহাট। ভারতীয় গরুর চেয়ে এবার হাটগুলোতে দেশি গরুই বেশি দেখা যাচ্ছে। দামও বেশ চড়া। তবে ভারত থেকে গরু আমদানি হলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : তানোরের মুন্ডুমালা, মান্দার চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুহাটেই এবার দেশি গরুর আধিক্য। পাশাপাশি ছাগল-ভেড়াও উঠছে হাটে। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি বাগড়া দিলেও তা উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে হাটগুলো। মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ । সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও সজাগ দৃষ্টি রাখছে। চাঁপাইনবাবগঞ্জ : ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত দিয়ে গরু আসা এখন পুরোপুরি বন্ধ। ফলে এবার কোরবানির ঈদে বেশি দামে দেশি গরু কিনতে হবে। বিজিবি বলছে বৈধপথে গরু আনতে কোনো বাধা নেই। তবে কোনো অবস্থায়ই অবৈধ পথে কাউকে সীমান্ত পার হতে দেওয়া হবে না। ভারতীয় গরু না আসায় গরু ব্যবসার সঙ্গে জড়িত এ জেলার প্রায় ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঝিনাইদহ : সদর উপজেলার হাজরা গ্রামের প্রায় শতভাগ কৃষাণ-কৃষাণী প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি গ্রহণ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষকদের পাশাপাশি অনেক বেকার যুবকও এ কাজে আত্মনিয়োগ করেছেন। প্রতি বছরই একেকজন কৃষক একাধিক গরু পালন করে সংসারে আনছেন স্বচ্ছলতা। সিরাজগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। এবার কোরবানির জন্য প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের তিন লক্ষাধিক গবাদি পশু স্বাভাবিক নিয়মে মোটাতাজাকরণ তবে বন্যার কারণে ঘাসের বদলে বেশি দামে ভূষি কিনে খাওয়াতে খরচ একটু বেশি হয়েছে। তারপরও এসব গরু বিক্রি করে লাভবান হবেন খামারিরা এমনটাই আশা করছেন। তবে ভারত থেকে অবৈধ পথে গরু আমদানি হলে খামারিরা লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাতক্ষীরা : ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশিয় গরুর চাহিদা বেড়েছে সাতক্ষীরায়। সরগরম হয়ে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। উজ্জীবিত ব্যবসায়ী ও ক্রেতারা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র জানান, ভারত থেকে গরু না আসায় কৃষকরা লাভবান হচ্ছেন। তারা গরুর ভালো দাম পাচ্ছেন।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
জমে উঠেছে পশুহাট দেশি গরু বেশি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর