ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুরহাট। ভারতীয় গরুর চেয়ে এবার হাটগুলোতে দেশি গরুই বেশি দেখা যাচ্ছে। দামও বেশ চড়া। তবে ভারত থেকে গরু আমদানি হলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : তানোরের মুন্ডুমালা, মান্দার চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুহাটেই এবার দেশি গরুর আধিক্য। পাশাপাশি ছাগল-ভেড়াও উঠছে হাটে। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি বাগড়া দিলেও তা উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে হাটগুলো। মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ । সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও সজাগ দৃষ্টি রাখছে। চাঁপাইনবাবগঞ্জ : ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত দিয়ে গরু আসা এখন পুরোপুরি বন্ধ। ফলে এবার কোরবানির ঈদে বেশি দামে দেশি গরু কিনতে হবে। বিজিবি বলছে বৈধপথে গরু আনতে কোনো বাধা নেই। তবে কোনো অবস্থায়ই অবৈধ পথে কাউকে সীমান্ত পার হতে দেওয়া হবে না। ভারতীয় গরু না আসায় গরু ব্যবসার সঙ্গে জড়িত এ জেলার প্রায় ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ঝিনাইদহ : সদর উপজেলার হাজরা গ্রামের প্রায় শতভাগ কৃষাণ-কৃষাণী প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি গ্রহণ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষকদের পাশাপাশি অনেক বেকার যুবকও এ কাজে আত্মনিয়োগ করেছেন। প্রতি বছরই একেকজন কৃষক একাধিক গরু পালন করে সংসারে আনছেন স্বচ্ছলতা। সিরাজগঞ্জ : জেলার বিভিন্ন স্থানে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। এবার কোরবানির জন্য প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের তিন লক্ষাধিক গবাদি পশু স্বাভাবিক নিয়মে মোটাতাজাকরণ তবে বন্যার কারণে ঘাসের বদলে বেশি দামে ভূষি কিনে খাওয়াতে খরচ একটু বেশি হয়েছে। তারপরও এসব গরু বিক্রি করে লাভবান হবেন খামারিরা এমনটাই আশা করছেন। তবে ভারত থেকে অবৈধ পথে গরু আমদানি হলে খামারিরা লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাতক্ষীরা : ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশিয় গরুর চাহিদা বেড়েছে সাতক্ষীরায়। সরগরম হয়ে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। উজ্জীবিত ব্যবসায়ী ও ক্রেতারা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র জানান, ভারত থেকে গরু না আসায় কৃষকরা লাভবান হচ্ছেন। তারা গরুর ভালো দাম পাচ্ছেন।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
জমে উঠেছে পশুহাট দেশি গরু বেশি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর