শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলেজ জাতীয়করণের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালহালিয়া কলেজটি জাতীয়করণের আদেশ পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নেয় রাজস্থলী উপজেলার বিভিন্ন সড়কে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পিকেটিংও করেন তারা। অবরোধের কারণে রাঙামাটি-বান্দরবান-কাপ্তাই-রাজস্থলী-চট্টগ্রাম-রাঙ্গুনিয়ার ছয়টি সড়কে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাটও বন্ধ ছিল। বসেনি হাটবাজার। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়।

পাবনা প্রতিনিধি জানান, সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সহস্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে কলেজটি জাতীয়করণ করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

সর্বশেষ খবর