বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। এছাড়া কিশোরগঞ্জ, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কামিনি ফিলিং স্টেশন এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতরা হলেন— প্রাইভেট কারচালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীর মনিন্দ্র দাসের ছেলে মিহির, যাত্রী বরিশাল নগরীর ইউসুফ আলীর ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মনির হোসেন ও অজ্ঞাত পরিচয় একজন। কুড়িগ্রাম : জেলা শহরের সদরের দাসেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজারহাটের কলেজছাত্র সুমন কুমার দাস ও ফুলবাড়ির উত্পল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী সিকদার পরিবহনের একটি বাস শহরের দাসেরহাটে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আরোহী উত্পল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চালক সুমনের মৃত্যু হয় গতকাল সকালে রংপুর মেডিকেলে। কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলার চরিয়াকোণায় গতকাল পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কটিয়াদী ডিগ্রি কলেজের ছাত্র সাদী নিহত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কে বিকালে ট্রাক্টরচাপায় মারা গেছে শিহাব নামে এক শিশু। সে প্যারাভাঙা গ্রামের তোয়াব মিয়ার ছেলে। এছাড়া একই দিন সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুত্ফুর রহমান। তাকে ঢাকা পাঠানো হয়েছে। ঝিনাইদহ : কালীগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গা থানার রয়হাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জহুরুল ইসলাম নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি সলঙ্গার ধুবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মালতিনগরের আবু বকরের ছেলে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর