বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। এছাড়া কিশোরগঞ্জ, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কামিনি ফিলিং স্টেশন এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতরা হলেন— প্রাইভেট কারচালক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীর মনিন্দ্র দাসের ছেলে মিহির, যাত্রী বরিশাল নগরীর ইউসুফ আলীর ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মনির হোসেন ও অজ্ঞাত পরিচয় একজন। কুড়িগ্রাম : জেলা শহরের সদরের দাসেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজারহাটের কলেজছাত্র সুমন কুমার দাস ও ফুলবাড়ির উত্পল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী সিকদার পরিবহনের একটি বাস শহরের দাসেরহাটে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আরোহী উত্পল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চালক সুমনের মৃত্যু হয় গতকাল সকালে রংপুর মেডিকেলে। কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলার চরিয়াকোণায় গতকাল পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কটিয়াদী ডিগ্রি কলেজের ছাত্র সাদী নিহত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কে বিকালে ট্রাক্টরচাপায় মারা গেছে শিহাব নামে এক শিশু। সে প্যারাভাঙা গ্রামের তোয়াব মিয়ার ছেলে। এছাড়া একই দিন সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুত্ফুর রহমান। তাকে ঢাকা পাঠানো হয়েছে। ঝিনাইদহ : কালীগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গা থানার রয়হাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জহুরুল ইসলাম নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি সলঙ্গার ধুবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মালতিনগরের আবু বকরের ছেলে।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন