মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অস্ত্র মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

অস্ত্র মামলায় কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জে এম সম্রাটকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি মামলায় ২০০৯ সালের ২৭ জুন সম্রাটকে গ্রেফতার করে পুলিশ। পরে ৪ জুলাই তার স্বীকারোক্তি অনুসারে শহরের মঙ্গলবাড়ীয়ার এলাকার একটি বাঁশ ঝাড়ের নিচ থেকে পলিথিনে মোড়ানো একনালা বন্দুক উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই শেখ ওবাইদুল্লাহ অস্ত্র আইনে মামলা করেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণ ও সওয়াল জওয়াব শেষে আদালত সম্রাটকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর