শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মক্কেলকে মারধর আইনজীবী বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে মক্কেলকে মারধরের ঘটনায় তৌহিদ আহমদ দবির নামে এক আইনজীবীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। একই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন অপর আইনজীবী জুনেদ আহমদ। তাঁকে সতর্ক করে  দেওয়া হয়েছে। সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গতকাল এ সিদ্ধান্ত হয়। সমিতি সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মজিবুর রহমান নামে এক বিচারপ্রার্থী তার মামলার আইনজীবী পরিবর্তন করেন। এ কারণে ওই মামলা পরিচালনার দায়িত্বে থাকা সাবেক দুই আইনজীবীর হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হন তিনি। মুজিবুরের পক্ষে মামলাটি পরিচালনা করে আসছিলেন তৌহিদ আহমেদ চৌধুরী দবির ও জুনেদ আহমেদ। লাঞ্ছনার শিকার মজিবুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ করেন। সাধারণ সম্পাদক আব্দুল হক বলেন, ঘটনা প্রমাণিত হওয়ায় একজনকে সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ক্ষমা চাওয়ায় অপরজনকে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর