শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ

জাতীয় বিশ্ববিদ্যায়ের দুই কর্মকর্তার জামিন

গাজীপুর প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া তিন আসামির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে বৃহসপতিবার সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। তবে অপর কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। জামিনপ্রাপ্তরা হলেন-বিশ্ববিদালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান। তবে গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে দুদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করে। পরদিন তাদের আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এ মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ ১৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।

সর্বশেষ খবর