সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ফোন ধরেন না ওসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জরুরি প্রয়োজনে কিংবা কোনো তথ্য দেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও রিসিভ করেন না শিবগঞ্জ থানার ওসি রমজান আলী। এমন অভিযোগ ভুক্তভোগী সাধারণ মানুষসহ গণমাধ্যম কর্মীদের।

জানা যায়, রমজান আলী প্রায় সাত মাস আগে শিবগঞ্জ থানায় যোগদান করেন। তারপর থেকে শিবগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের সফলতা কমতে থাকে। যদিও প্রায় প্রতিদিন র‌্যাব-বিজিবি অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিক্রেতাদের আটক করতে সক্ষম হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ওসি রমজান আলী কিডনি রোগে আক্রান্ত হওয়ায় অধিকাংশ সময় ছুটিতে অথবা বাসায় থাকেন। এ কারণে তিনি অনেক সময় সরকারি মোবাইল ফোনটি তার কাছে থাকলেও রিসিভ করেন না। গত ৮ মার্চ একাধিক মামলার আসামি বিএনপি নেতা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এমন অভিযোগ আসে সাংবাদিকদের কাছে। বিষয়টি নিশ্চিত হওয়া এবং তিনি জামিনে আছেন কি না জানতে ওইদিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অন্তত ২০ বার তার সরকারি মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি। পরের দিন আবারও ফোন দেওয়া হয়; কিন্তু তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে রমজান আলী জানান, তিনি ফোন ধরার সাধ্যমত চেষ্টা করেন। ৮ মার্চ একাধিকবার ফোন করার কথা বলা হলে তিনি জানান, হয়তো কোনো কাজে ছিলাম তাই ধরতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর