দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ করে ১৫ মার্চ। দিনটি উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা-উপজেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচি। খুলনা : আনন্দঘন সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবে উপস্থিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, সাংবাদিক নেতা এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর : যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কাটেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ সময় সেখানে যশোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুরের জিপি আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, র্যালি, আলোচনা সভা। গবেষক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলম হোসেন, আ. আজিজ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল সিকদার, মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, এ হাই মিলন, জিএম সহিদ, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, আনোয়ার হোসেন, মঞ্জুরুল কবির বাবু, মাহবুব আলম, সাইফুল ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর