দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন অষ্টম বর্ষে পদার্পণ করে ১৫ মার্চ। দিনটি উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা-উপজেলায় আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচি। খুলনা : আনন্দঘন সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবে উপস্থিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, সাংবাদিক নেতা এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর : যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কাটেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ সময় সেখানে যশোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুরের জিপি আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, র্যালি, আলোচনা সভা। গবেষক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলম হোসেন, আ. আজিজ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল সিকদার, মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, এ হাই মিলন, জিএম সহিদ, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, আনোয়ার হোসেন, মঞ্জুরুল কবির বাবু, মাহবুব আলম, সাইফুল ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর