সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

আমার ছেলে কোনো অপরাধ করেনি তাকে ফিরিয়ে দিন

গুম ছাত্রদল নেতার মায়ের আকুতি

নরসিংদী প্রতিনিধি

‘আমার ছেলে কোনো অপরাধ করেনি। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিল ছেলে। আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী পরিচয়ে বাড়ি ঢুকে সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে গেছে। আমাদের কোনো কথা তারা শুনেনি। আমার ছেলে অপরাধী নয়, তাকে আমার বুকে ফিরিয়ে দিন।’ নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে গতকাল কথাগুলো বলেন নরসিংদী জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদের মা সাজেদা বেগম। নাহিদের পরিবার আয়োজিত এ সাংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন— নরসিংদী পৌরসভার কাউন্সিলর রোকনোজ্জামান রোকন, মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী, নাহিদের চাচা তোফাজ্জল হোসেন ও খলিলুর রহমান, ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহেল, বিএনপি নেতা আলমগীর এবং ছাত্রদল নেতা লুত্ফর রহমান নাদিম। এছাড়া এলাকার কয়েকশ নারী-পুরুষ সাংবাদ সম্মেলনে অংশ নেন। নাহিদের মা জানান, নাহিদসহ তিন ছেলেকে নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। গত বৃহস্প্রতিবার ভোরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নাহিদকে বাড়ি থেকে তুলে নেয়। তারা তিনটি গাড়ি করে অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ি আসে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। কেউ ছেলেকে গ্রেফতারের কথা স্বীকার করছে না। ছেলেকে ফেরত পেতে স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

সর্বশেষ খবর