শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পটুয়াখালীতে বিএনপির ১৪ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা

পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর ভাইসহ পটুয়াখালীতে বিএনপির ১৪ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আল আমীন এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিরা মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকলেছুর রহমান কাজীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও জেলা বিএনপির সদস্য বাবুল চৌধুরী ও তার সহযোগীরা। এ ঘটনায় ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি বাবুল চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির খন্দকারসহ ১৭ বিএনপির নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। আদালত আসামিদের মধ্যে সেলিম খান, শাহ নেওয়াজ ও রাসেল খানকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, পলাশ হাওলাদার ও লাভলু জোমাদ্দারকে দুই বছরের কারাদণ্ড, মনির খন্দকার, বাবুল চৌধুরী, জুয়েল খান, দেলোয়ার খান, হাবিব হাওলাদার, জব্বার হাওলাদার, লিটন ওরফে লিটু, মিজানুর রহমান ব্যাপারী ও মিলন ব্যাপারীকে ৯ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ খবর