বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ত্রিশ গোডাউন সড়ক সংস্কার কাজ চলছে। এ কারণে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন বিকল্প রাস্তার ব্যবস্থা না রেখে দুই মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ করায় ওই সড়ক দিয়ে নগরীর যমুনা অয়েল ডিপোতে ট্যাংক-লরি যেতে পারছে না। আর ডিপোতে ট্যাংক-লরি ঢুকতে এবং বের হতে না পারায় যথা সময়ে জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের। যমুনা ডিপো ছাড়াও ওই সড়কটি দিয়ে স্থানীয় হাজার হাজার মানুষ চলাচল করে। বরিশাল বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, ত্রিশ গোডাউন সংলগ্ন যমুনা অয়েল ডিপো থেকে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে প্রতিদিন অর্ধশতাধিক লরিতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্যাংক লরিগুলো ডিপো থেকে বের হয়ে ত্রিশ গোডাউন সড়ক হয়ে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করছে বছরের পর বছর। এই সড়ক ছাড়া জ্বালানি নিয়ে গন্তব্যে যাওয়ার বিকল্প রাস্তা নেই। দুই মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা না রেখে পুরো সড়ক সংস্কার শুরু করায় দেখা দিয়েছে বিপত্তি। সংস্কার কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি। ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার জানান, বিধি অনুযায়ী সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা রেখে অপরপাশ সংস্কার করার কথা। সেটি হলে যান চলাচলে সমস্যা হতো না। মাসুমের অভিযোগ, ত্রিশ গোডাউন সড়ক ব্যবহার করতে না পারায় তাদের ভারী যানগুলো ঝুঁকি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে। এতে তেলবোঝাই লরি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলবাহী গাড়ি দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, ত্রিশ গোডাউন সড়কের সংস্কার দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় ট্যাংক লরি চলাচলের জন্য ত্রিশ গোডাউনের ভেতরের সড়ক উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বরিশাল ডিপো থেকে ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর