বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ত্রিশ গোডাউন সড়ক সংস্কার কাজ চলছে। এ কারণে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন বিকল্প রাস্তার ব্যবস্থা না রেখে দুই মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ করায় ওই সড়ক দিয়ে নগরীর যমুনা অয়েল ডিপোতে ট্যাংক-লরি যেতে পারছে না। আর ডিপোতে ট্যাংক-লরি ঢুকতে এবং বের হতে না পারায় যথা সময়ে জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের। যমুনা ডিপো ছাড়াও ওই সড়কটি দিয়ে স্থানীয় হাজার হাজার মানুষ চলাচল করে। বরিশাল বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, ত্রিশ গোডাউন সংলগ্ন যমুনা অয়েল ডিপো থেকে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে প্রতিদিন অর্ধশতাধিক লরিতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্যাংক লরিগুলো ডিপো থেকে বের হয়ে ত্রিশ গোডাউন সড়ক হয়ে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করছে বছরের পর বছর। এই সড়ক ছাড়া জ্বালানি নিয়ে গন্তব্যে যাওয়ার বিকল্প রাস্তা নেই। দুই মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা না রেখে পুরো সড়ক সংস্কার শুরু করায় দেখা দিয়েছে বিপত্তি। সংস্কার কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি। ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার জানান, বিধি অনুযায়ী সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা রেখে অপরপাশ সংস্কার করার কথা। সেটি হলে যান চলাচলে সমস্যা হতো না। মাসুমের অভিযোগ, ত্রিশ গোডাউন সড়ক ব্যবহার করতে না পারায় তাদের ভারী যানগুলো ঝুঁকি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে। এতে তেলবোঝাই লরি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলবাহী গাড়ি দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, ত্রিশ গোডাউন সড়কের সংস্কার দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় ট্যাংক লরি চলাচলের জন্য ত্রিশ গোডাউনের ভেতরের সড়ক উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
বরিশাল ডিপো থেকে ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর