বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ত্রিশ গোডাউন সড়ক সংস্কার কাজ চলছে। এ কারণে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন বিকল্প রাস্তার ব্যবস্থা না রেখে দুই মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ করায় ওই সড়ক দিয়ে নগরীর যমুনা অয়েল ডিপোতে ট্যাংক-লরি যেতে পারছে না। আর ডিপোতে ট্যাংক-লরি ঢুকতে এবং বের হতে না পারায় যথা সময়ে জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের। যমুনা ডিপো ছাড়াও ওই সড়কটি দিয়ে স্থানীয় হাজার হাজার মানুষ চলাচল করে। বরিশাল বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, ত্রিশ গোডাউন সংলগ্ন যমুনা অয়েল ডিপো থেকে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে প্রতিদিন অর্ধশতাধিক লরিতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্যাংক লরিগুলো ডিপো থেকে বের হয়ে ত্রিশ গোডাউন সড়ক হয়ে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করছে বছরের পর বছর। এই সড়ক ছাড়া জ্বালানি নিয়ে গন্তব্যে যাওয়ার বিকল্প রাস্তা নেই। দুই মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা না রেখে পুরো সড়ক সংস্কার শুরু করায় দেখা দিয়েছে বিপত্তি। সংস্কার কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি। ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার জানান, বিধি অনুযায়ী সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা রেখে অপরপাশ সংস্কার করার কথা। সেটি হলে যান চলাচলে সমস্যা হতো না। মাসুমের অভিযোগ, ত্রিশ গোডাউন সড়ক ব্যবহার করতে না পারায় তাদের ভারী যানগুলো ঝুঁকি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে। এতে তেলবোঝাই লরি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলবাহী গাড়ি দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, ত্রিশ গোডাউন সড়কের সংস্কার দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় ট্যাংক লরি চলাচলের জন্য ত্রিশ গোডাউনের ভেতরের সড়ক উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ