বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ত্রিশ গোডাউন সড়ক সংস্কার কাজ চলছে। এ কারণে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন বিকল্প রাস্তার ব্যবস্থা না রেখে দুই মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ করায় ওই সড়ক দিয়ে নগরীর যমুনা অয়েল ডিপোতে ট্যাংক-লরি যেতে পারছে না। আর ডিপোতে ট্যাংক-লরি ঢুকতে এবং বের হতে না পারায় যথা সময়ে জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না বলে দাবি বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের। যমুনা ডিপো ছাড়াও ওই সড়কটি দিয়ে স্থানীয় হাজার হাজার মানুষ চলাচল করে। বরিশাল বিভাগীয় ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, ত্রিশ গোডাউন সংলগ্ন যমুনা অয়েল ডিপো থেকে বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে প্রতিদিন অর্ধশতাধিক লরিতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ট্যাংক লরিগুলো ডিপো থেকে বের হয়ে ত্রিশ গোডাউন সড়ক হয়ে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করছে বছরের পর বছর। এই সড়ক ছাড়া জ্বালানি নিয়ে গন্তব্যে যাওয়ার বিকল্প রাস্তা নেই। দুই মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। কিন্তু সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা না রেখে পুরো সড়ক সংস্কার শুরু করায় দেখা দিয়েছে বিপত্তি। সংস্কার কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি। ট্যাংক লরিশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকার জানান, বিধি অনুযায়ী সড়কের একপাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা রেখে অপরপাশ সংস্কার করার কথা। সেটি হলে যান চলাচলে সমস্যা হতো না। মাসুমের অভিযোগ, ত্রিশ গোডাউন সড়ক ব্যবহার করতে না পারায় তাদের ভারী যানগুলো ঝুঁকি নিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে। এতে তেলবোঝাই লরি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জ্বালানি তেলবাহী গাড়ি দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, ত্রিশ গোডাউন সড়কের সংস্কার দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় ট্যাংক লরি চলাচলের জন্য ত্রিশ গোডাউনের ভেতরের সড়ক উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
বরিশাল ডিপো থেকে ১০ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর