নেত্রকোনায় ভাতিজিকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বৃদ্ধের। এছাড়া নোয়াখালী, নওগাঁ, পিরোজপুর ও শরীয়তপুরে চারটি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের খবর— নেত্রকোনা পৌর এলাকার পূর্ব পুকুরিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় কালাচান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে গতকাল ভোরে তিনি মারা যান। জানা যায়, নিহতের ভাতিজি কুসুমাকে তার তালাকপ্রাপ্ত স্বামী জামাল দলবল নিয়ে গত সোমবার রাতে তুলে নিতে আসে। কুসুমাকে রক্ষায় হামলাকারীদের বাধা দেন কালাচান। তখন হামলাকারীরা কালাচানকে অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। নোয়াখালী : কুমিল্লায় নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথের লাশ গতকাল নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি নিতাই লাকসাম উপজেলার হাশিরপাড় বাজার থেকে তিথি শিল্পালয়ে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে লাকসাম থানায় জিডি হয়েছে। নওগাঁ : ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুর রহমান পলাতক। নিহতের মেয়ে জান্নাতুন ফেরদৌস জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাবা-মা একঘরে ও সে (জান্নাতুন) আলাদা ঘরে ঘুমায়। গভীর রাতে মায়ের চিৎকার শুনে গিয়ে দেখে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। এর কিছুক্ষণের মধ্যেই ময়ের মৃত্যু হয়। পিরোজপুর : নেছারাবাদ উপজেলায় নিখোঁজের তিনদিন পর মিলন নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সোহাগদল গ্রামের সিদ্দিকুর রহমানের সেপটিক ট্যাংক থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। মিলন বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে। শরীয়তপুর : জাজিরা উপজেলার বড়কৃষ্ণনগর গ্রামে হালিমা (১৯) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ গতকাল নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মেয়েটি কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল এবং সে নিজের গলায় চাকু চালিয়ে আত্মহত্যা করেছে। হালিমা বড়কৃষ্ণনগরের মোবারক মোল্লার মেয়ে ও দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
শিরোনাম
- এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার ত্রুটি, এবার জয়পুরে জরুরি অবতরণ
- সোশ্যাল মিডিয়ায় পাতা ‘লাভের ফাঁদে’ ২.১৫ কোটি রুপি গায়েব ব্যবসায়ীর
- বাছাইকৃত সংবাদ
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
ভাতিজিকে রক্ষা করতে গিয়ে হামলায় প্রাণ গেল বৃদ্ধের
বিভিন্ন স্থানে আরও চার খুন-লাশ উদ্ধার
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর