বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় ৮ কিমি সড়কে দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৮ কিমি সড়কে দুর্ভোগ

এই আঞ্চলিক সড়কটি ছয় বছর ধরে বেহাল

কুমিল্লার মাধাইয়া থেকে রাজামেহের হয়ে সিদ্ধেশ্বরী সড়কটি ছয় বছর ধরে বেহাল। গুরুত্বপূর্ণ এ সড়কের দুরবস্থার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার লাখো মানুষ। ভাঙ্গা সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানায়, চান্দিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সড়কটি দেবিদ্বারের রাজামেহের হয়ে মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী গিয়ে মিলিত হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার সড়কের ৮-৯ কিলোমিটার খানাখন্দে ভরা। দেবিদ্বারের চুলাশ গ্রামের আবুল কাশেম ও ফয়সাল বলেন, পাঁচ-ছয় বছর ধরে সড়কটি সংস্কার হচ্ছে না। ইটাখোলা, ত্রিবিদ্যা, ভানী, কটকসার ও সাইতলা এলাকার তিন কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। এছাড়া চুলাশ থেকে রাজামেহের এবং গোবিন্দপুর থেকে কৃষ্ণপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় খানাখন্দ রয়েছে। রাজামেহের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল অফিসে আবেদন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দেবিদ্বারে বিভিন্ন সড়ক সংস্কারে ২৮ কোটি টাকা প্রয়োজন,  পেয়েছি দুই কোটি। বরাদ্দ পেলে ওই সড়কটি সংস্কার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর