শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এশিয়ার ছোট গ্রাম ‘শ্রীমুখ’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

একটি মাত্র বাড়ি আর এক পরিবারের পাঁচ সদস্য নিয়ে একটি গ্রাম। এশিয়ার সবচেয়ে ছোট এই গ্রামের নাম ‘শ্রীমুখ’। যার অবস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পশ্চিম নোয়াগাঁও ও তেলিকোনা গ্রামের মধ্যবর্তী জায়গায় শতাব্দি ধরে ঠিকে আছে গ্রামটি। গেজেটেও রয়েছে শ্রীমুখ গ্রামের নাম। ভোটার তালিকা অনুযায়ী এ গ্রামে ভোটার সংখ্যা মাত্র তিনজন। জানা যায়, এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম হিসেবে ইতিপূর্বে নাম উঠে আসে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ‘তিলইন’র। যার জনসংখ্যা ৪০ জন। আর শ্রীমুখ গ্রামের বর্তমান জনসংখ্যা ৫। এর মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু। ৬০ শতক জায়গাজুড়ে শ্রীমুখ গ্রামে এক সময় হিন্দু পরিবারের বসবাস ছিল। ১৯৬৪ সালে ওই হিন্দু পরিবার বাড়িটি স্থানীয় আপ্তাব আলীর পূর্বপুরুষের কাছে বিক্রি করে ভারতে চলে যায়। সেই থেকে আপ্তাবের পরিবার এই গ্রামে বসবাস করে আসছেন। সরেজমিন শ্রীমুখ গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে ধানী জমি-বাঁশঝাড়, জঙ্গল ও কাদামাটি। কাদা-পানি মাড়িয়ে কোনো রকমে ঢুকতে হয় ওই গ্রামে। সৌদি প্রবাসী আপ্তাব আলীর স্ত্রী রহিমা বলেন, ‘ক্ষুদ্র গ্রামের বাসিন্দা হওয়ায় কোনো সুযোগ-সুবিধাই আমরা পাই না। বাড়িতে ঢোকার রাস্তা নেই।

সর্বশেষ খবর