বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টাকার বিনিময়ে বিনামূল্যের বই!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ৩১ নং বড় আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছয় শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা  করে ফি আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জমির হোসেন ও সুরুজ খানসহ একাধিক অভিভাবক জানান, প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের টাকা বলে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। কেউ টাকা দিতে না পারলে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে বই নিয়েছি। প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, স্কুল পরিচালনা কমিটির নির্দেশে টাকা নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালানা কমিটির সভাপতি ইঞ্জি. নুরুল ইসলাম বলেন, টাকা আদায়ের কোনো নির্দেশ কাউকে দেওয়া হয়নি। ইউএনও রবীন্দ্র চাকমা বলেন, টাকা নেওয়ার সত্যতা পেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে বিনামূল্যের বই ভাঙ্গারি দোকানে : হবিগঞ্জ প্রতিনিধি জানান, ভাঙ্গারি দোকান থেকে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি চার হাজার কপি বই জব্দ করেছে পুলিশ। জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সোমবার সন্ধ্যায় এ বই জব্দ করা হয়। এ সময় দোকানের দুই কর্মচারীকে আটক করা হলেও পালিয়ে গেছে মালিক। আটকরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রাসেল মিয়া (১৭) ও হাসেম মিয়া (১৪)।

সর্বশেষ খবর