বাগেরহাটের ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক) নানা সমস্যায় জর্জরিত। দুই দশক আগে গড়ে ওঠা এ শিল্প নগরীতে বাড়েনি সুযোগ-সুবিধা। দীর্ঘদিন ধরে বিসিক এলাকার অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী-উদ্যোক্তাদের। ড্রেনেজ ব্যবস্থাও ভালো না। ফলে বৃষ্টি হলেই জমে যায় পানি। এ সব সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। বিসিক কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে, পেলেই কাজ করা হবে। ১৯৯৬ সালে বাগেরহাট শহরের দড়াটানা এলাকায় প্রায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী-বিসিক। এখানে ৫০টি ইউনিটের মধ্যে ৪২টি ছোট-বড় কারখানা উৎপাদনে রয়েছে। কারখানার মধ্যে আছে নারিকেল তেল মিল, অটো রাইচ, ডাল মিল। রাইচ মিল মালিক হোসেন আলী বলেন, ‘বিসিক গড়ে ওঠার পরই এখানে প্লট নিয়ে ব্যবসা শুরু করি। অধিকাংশ সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায়। তখন বৃষ্টির পানি মিলে ঢুকে ধান চাল ভিজে যায়। এতে প্রতিবছর আর্থিক ক্ষতি হচ্ছে’। ন্যাচারাল ফাইভার্স লিমিটেডের ব্যবস্থাপনা রিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা যারা এখানে শিল্প কারখানা গড়ে তুলেছি তারা সময়মতো ট্যাক্স পরিশোধ করছি। অথচ বিসিক শিল্প নগরীতে এখনো গড়ে উঠেনি পর্যাপ্ত সুযোগ-সুবিধা। বর্ষা মৌসুমে সড়কের ওপরে পানি জমে থাকার কারণে ব্যবসায়ীরা ঠিকমতো পণ্য পরিবহন করতে পারে না’। একই সমস্যার কথা জানান বাগেরহাট শক্তি ডাল মিলের স্বত্বাধিকারী স্বপন কুমার বসু। বাগেরহাট বিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার ম-ল বলেন, বিসিকের রাস্তাঘাটসহ নানা সমস্যা আছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
সমস্যায় জর্জরিত বাগেরহাট বিসিক
অধিকাংশ সড়ক বেহাল, বৃষ্টি হলেই জমে পানি
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর