বাগেরহাটের ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক) নানা সমস্যায় জর্জরিত। দুই দশক আগে গড়ে ওঠা এ শিল্প নগরীতে বাড়েনি সুযোগ-সুবিধা। দীর্ঘদিন ধরে বিসিক এলাকার অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী-উদ্যোক্তাদের। ড্রেনেজ ব্যবস্থাও ভালো না। ফলে বৃষ্টি হলেই জমে যায় পানি। এ সব সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। বিসিক কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে, পেলেই কাজ করা হবে। ১৯৯৬ সালে বাগেরহাট শহরের দড়াটানা এলাকায় প্রায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী-বিসিক। এখানে ৫০টি ইউনিটের মধ্যে ৪২টি ছোট-বড় কারখানা উৎপাদনে রয়েছে। কারখানার মধ্যে আছে নারিকেল তেল মিল, অটো রাইচ, ডাল মিল। রাইচ মিল মালিক হোসেন আলী বলেন, ‘বিসিক গড়ে ওঠার পরই এখানে প্লট নিয়ে ব্যবসা শুরু করি। অধিকাংশ সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায়। তখন বৃষ্টির পানি মিলে ঢুকে ধান চাল ভিজে যায়। এতে প্রতিবছর আর্থিক ক্ষতি হচ্ছে’। ন্যাচারাল ফাইভার্স লিমিটেডের ব্যবস্থাপনা রিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা যারা এখানে শিল্প কারখানা গড়ে তুলেছি তারা সময়মতো ট্যাক্স পরিশোধ করছি। অথচ বিসিক শিল্প নগরীতে এখনো গড়ে উঠেনি পর্যাপ্ত সুযোগ-সুবিধা। বর্ষা মৌসুমে সড়কের ওপরে পানি জমে থাকার কারণে ব্যবসায়ীরা ঠিকমতো পণ্য পরিবহন করতে পারে না’। একই সমস্যার কথা জানান বাগেরহাট শক্তি ডাল মিলের স্বত্বাধিকারী স্বপন কুমার বসু। বাগেরহাট বিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার ম-ল বলেন, বিসিকের রাস্তাঘাটসহ নানা সমস্যা আছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ