শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফতুল্লায় শতাধিক বাড়ি দোকান ভাঙচুর, আহত ১৫

এলাকায় আধিপত্য বিস্তারের জের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল শিল্প এলাকায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক বাড়ি ও দোকানঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় অন্তত ১৫ জনকে কুপিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাণ্ডব চলাকালে শিল্প এলাকার শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৯টা থেকে আধা ঘণ্টা রামারবাগ শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার স্থানীয় দুটি গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিরোধ চলছে। শুক্রবার বিকালে এক গ্রুপের মাদকবিরোধী মিছিল চলাকালে তাদের এক সদস্যকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। রাত ৯টায় ফের দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। একাধিক গার্মেন্ট মালিক ও শ্রমিক জানান, কুতুবআইল শিল্প এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় অন্তত লক্ষাধিক শ্রমিক কাজ করে। সন্ত্রাসীদের এমন তাণ্ডবে মালিক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় খানপুর হাসপাতালের চিকিৎসক অমির রায় জানান, অধিকাংশই ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। জেলার অন্য উপজেলা নির্বাচনের ডিউটিতে পুলিশ মোতায়েন করায় থানায় পর্যাপ্ত পুলিশ নেই। তাই কৌশলে পরিস্থিতি শান্ত করেছি। কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ খবর