লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বোমা মেশিন দিয়ে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। প্রায় এক মাস বালু তোলা বন্ধ থাকার পর গত ২ এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে। এতে বুড়িমারী-ঢাকা মহাসড়ক, ডাক বাংলো, জামে মসজিদ, শহীদ মিনারসহ অসংখ্য প্রতিষ্ঠান ভাঙনের হুমকির মুখে পড়েছে। ইউএনও সামিউল আমিন বলেন, ‘সরকারি কাজের জন্য মেশিন দিয়ে বালু উত্তোলনে উপরের অনুমতি রয়েছে।’ জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘বোমা মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রশ্নেই উঠে না।’ জানা যায়, হাতীবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা পরিষদের পুকুর রয়েছে। পুকুরটির কারণে পাশে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় পুুকুর খননের কাজ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পুকুর খনন ও মাটি ভরাটের জন্য ভেকু মেশিন ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। উল্টো পুকুর খননের নামে প্রায় দেড় মাস আগে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে জমজমাট বালু ব্যবসা শুরু করে একটি চক্র। ৭০-১০০ ফুট নিচে থেকে বালু উত্তোলন করা হয়। ফলে পুকুরে ৫০-১০০ গজের মধ্যে অবস্থিত বুড়িমারী স্থলবন্দর, মহাসড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার, নির্মাণাধীন ডাকবাংলো, মসজিদসহ বহু প্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দেড় মাস আগে বোমা মেশিন দিয়ে বালু শুরু হলে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসে। তখন বালু উত্তোলন বন্ধ করে দেয় হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। কিন্তু চলতি মাসের শুরুতে আবারও ওই পুকুর থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হয়।
শিরোনাম
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
- মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো জিতল রিয়াল
- ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
বোমা মেশিনে বালু উত্তোলন হুমকিতে মহাসড়ক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর