লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বোমা মেশিন দিয়ে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। প্রায় এক মাস বালু তোলা বন্ধ থাকার পর গত ২ এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে। এতে বুড়িমারী-ঢাকা মহাসড়ক, ডাক বাংলো, জামে মসজিদ, শহীদ মিনারসহ অসংখ্য প্রতিষ্ঠান ভাঙনের হুমকির মুখে পড়েছে। ইউএনও সামিউল আমিন বলেন, ‘সরকারি কাজের জন্য মেশিন দিয়ে বালু উত্তোলনে উপরের অনুমতি রয়েছে।’ জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘বোমা মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার প্রশ্নেই উঠে না।’ জানা যায়, হাতীবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা পরিষদের পুকুর রয়েছে। পুকুরটির কারণে পাশে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় পুুকুর খননের কাজ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পুকুর খনন ও মাটি ভরাটের জন্য ভেকু মেশিন ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। উল্টো পুকুর খননের নামে প্রায় দেড় মাস আগে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে জমজমাট বালু ব্যবসা শুরু করে একটি চক্র। ৭০-১০০ ফুট নিচে থেকে বালু উত্তোলন করা হয়। ফলে পুকুরে ৫০-১০০ গজের মধ্যে অবস্থিত বুড়িমারী স্থলবন্দর, মহাসড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার, নির্মাণাধীন ডাকবাংলো, মসজিদসহ বহু প্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দেড় মাস আগে বোমা মেশিন দিয়ে বালু শুরু হলে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসে। তখন বালু উত্তোলন বন্ধ করে দেয় হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। কিন্তু চলতি মাসের শুরুতে আবারও ওই পুকুর থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হয়।
শিরোনাম
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়