ময়মনসিংহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১১ জন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফরিদপুরে আওয়ামী-লীগ বিএনপি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় হামলা সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের খবর- ময়মনসিংহ : গফরগাঁওয়ে বালু মহালের ইজারা আদায়কে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। জানা যায়, রবিবার সন্ধ্যায় বালুমহালের ইজারা আদায়কে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিল গ্রুপের সঙ্গে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে কাওসার-সানিল গ্রুপের শতাধিক সশস্ত্র নেতাকর্মী পৌর শহরের মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়। পরে পাটমহল মোড়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের জামতলা মোড়ে পৌরসভা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অবস্থানরত তাজমুন গ্রুপের উপর হামলা চালায় যুবলীগ। এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ৭-৮টি ভাঙচুর করে। ভাঙচুর করা হয় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ও। ফরিদপুর : সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে দফায় দফায় এ সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। তাদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামানের সমর্থক আনোর সঙ্গে সোমবার সকালে এনায়েত হোসেনের সমর্থক শিপনের কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়া : সারিয়াকান্দির বোহাইল উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র হামলায় ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে আগে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ নিয়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর বাকবিত-া হয়। রবিবার দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয় তারা। ঝিনাইদহ : সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামে গতকাল সকালে গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন আটজন। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরোধীয় জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন। উপজেলা সদরের চন্দ্রখানা হাসপাতাল পাড়া গ্রামে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। জানা গেছে, ৬ শতাংশ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের এস্পা খাতুন ও তার চাচাতো ভাই নুর ইসলামের মধ্যে বিরোধ চলিছল।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ময়মনসিংহে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর গুলি
ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৩০
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর