ময়মনসিংহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১১ জন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফরিদপুরে আওয়ামী-লীগ বিএনপি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় হামলা সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের খবর- ময়মনসিংহ : গফরগাঁওয়ে বালু মহালের ইজারা আদায়কে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। জানা যায়, রবিবার সন্ধ্যায় বালুমহালের ইজারা আদায়কে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিল গ্রুপের সঙ্গে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে কাওসার-সানিল গ্রুপের শতাধিক সশস্ত্র নেতাকর্মী পৌর শহরের মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়। পরে পাটমহল মোড়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের জামতলা মোড়ে পৌরসভা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অবস্থানরত তাজমুন গ্রুপের উপর হামলা চালায় যুবলীগ। এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ৭-৮টি ভাঙচুর করে। ভাঙচুর করা হয় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ও। ফরিদপুর : সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে দফায় দফায় এ সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। তাদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামানের সমর্থক আনোর সঙ্গে সোমবার সকালে এনায়েত হোসেনের সমর্থক শিপনের কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়া : সারিয়াকান্দির বোহাইল উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র হামলায় ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে আগে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ নিয়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর বাকবিত-া হয়। রবিবার দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয় তারা। ঝিনাইদহ : সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামে গতকাল সকালে গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন আটজন। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরোধীয় জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন। উপজেলা সদরের চন্দ্রখানা হাসপাতাল পাড়া গ্রামে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। জানা গেছে, ৬ শতাংশ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের এস্পা খাতুন ও তার চাচাতো ভাই নুর ইসলামের মধ্যে বিরোধ চলিছল।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
ময়মনসিংহে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর গুলি
ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৩০
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর