ময়মনসিংহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১১ জন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফরিদপুরে আওয়ামী-লীগ বিএনপি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় হামলা সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের খবর- ময়মনসিংহ : গফরগাঁওয়ে বালু মহালের ইজারা আদায়কে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। জানা যায়, রবিবার সন্ধ্যায় বালুমহালের ইজারা আদায়কে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু কাওসার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সানিল গ্রুপের সঙ্গে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে কাওসার-সানিল গ্রুপের শতাধিক সশস্ত্র নেতাকর্মী পৌর শহরের মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়। পরে পাটমহল মোড়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের জামতলা মোড়ে পৌরসভা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অবস্থানরত তাজমুন গ্রুপের উপর হামলা চালায় যুবলীগ। এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ৭-৮টি ভাঙচুর করে। ভাঙচুর করা হয় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ও। ফরিদপুর : সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে দফায় দফায় এ সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। তাদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামানের সমর্থক আনোর সঙ্গে সোমবার সকালে এনায়েত হোসেনের সমর্থক শিপনের কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়া : সারিয়াকান্দির বোহাইল উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র হামলায় ১৪ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে আগে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ নিয়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর বাকবিত-া হয়। রবিবার দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয় তারা। ঝিনাইদহ : সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামে গতকাল সকালে গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন আটজন। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরোধীয় জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন। উপজেলা সদরের চন্দ্রখানা হাসপাতাল পাড়া গ্রামে গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। জানা গেছে, ৬ শতাংশ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের এস্পা খাতুন ও তার চাচাতো ভাই নুর ইসলামের মধ্যে বিরোধ চলিছল।
শিরোনাম
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
ময়মনসিংহে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর গুলি
ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৩০
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর