নাটোরের ৫টি উপজেলায় ফসলি জমি নষ্ট করে পুকুর খননের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। ঢাকার একটি সংগঠনের পক্ষে অ্যাড. মেজবাহুল ইসলাম আতিকের জনস্বার্থে দায়ের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ নির্দেশ দেন। নির্দেশনা উপেক্ষা করে কেউ পুকুর খনন করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে বলে জানান রিটকারীর আইনজীবী অ্যাড. জালাল উদ্দিন উজ্জল। বেশ কয়েক বছর ধরে নাটোরে বিভিন্ন উপজেলায় মহামারি আকারে চলছে পুকুর খনন। যা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব সৃষ্টি করছে।