মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

চার মাস বেতন বন্ধে মানবেতর জীবন

ঝালকাঠির একটি মাধ্যমিক বিদ্যালয়

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন চার মাস ধরে বন্ধ রয়েছে। ফলে মানবেতর জীবন কাটছে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। কমিটির এ বরখাস্তাদেশ স্থগিত করে উচ্চ আদালত। আদালতের আদেশ পেয়ে প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। শিক্ষা অধিদফতর গত ২৭ মে বরখাস্তাদেশ প্রত্যাহার ও বকেয়া ভাতার সরকারি অংশ পরিশোধ সংক্রান্ত পত্র ইস্যু করে বেতন-ভাতা প্রদানের জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে নির্দেশ দেন। অভিযোগ আছে, কমিটির সভাপতি সোহরাব হোসেন আদালত এবং মাউশি মহাপরিচালকের নির্দেশ মানছেন না। বরখাস্ত আদেশ প্রত্যাহার ও বেতন-ভাতা উত্তোলনের জন্য প্রধান শিক্ষক সভাপতি বরাবর গত ৩০ মে লিখিত আবেদন করলেও তিনি দায়িত্ব বুঝে পাচ্ছেন না।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার চন্দ্র জানান, আদালতের আদেশ মতে দেলোয়ার হোসেন বৈধ প্রধান শিক্ষক। দায়িত্ব বুঝিয়ে দেওয়া ম্যানেজিং কমিটির কাজ। বিলে প্রধান শিক্ষকের স্বাক্ষর না হওয়ায় সব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বেতন বিলে স্বাক্ষর করলে সভাপতি স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দেন। যে কারণে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা মার্চ মাস থেকে বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না।’ এ বিষয়ে জানার জন্য কমিটি সভাপতি সোহরাব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর