রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
হুমকি মালিক-শ্রমিকদের

সেতু খুলে না দিলে পরিবহন ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৬ জুলাইয়ের মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সংযোগ স্থাপনকারী মাথাভাঙ্গা সেতু খুলে না দিলে ১৭ জুলাই থেকে চুয়াডাঙ্গার সব রুটে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের জরুরি সভা থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লাভলু জানান, গত ১১ জুন মাথাভাঙ্গা সেতুর এক স্থানে গর্ত দেখা দেয়। এরপর জেলা সড়ক বিভাগ সেতুর দুই মাথায় পিলার পুঁতে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ভোগান্তিতে পড়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাধারণ যাত্রীরা। সাধারণ সম্পাদক রিপন ম-ল বলেন, সমস্যা নিরসনের জন্য বারবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও সমাধান পাইনি। এ অবস্থা থেকে মুক্তি পেতে পরিবহন মালিক-শ্রমিকরা আলোচনায় বসি।

আলোচনায় সবার মতামতের ভিত্তিতে ১৬ জুলাইয়ের মধ্যে মাথাভাঙ্গা সেতু দিয়ে বাস-ট্রাক চলাচলের ব্যবস্থা করা না হলে ১৭ জুলাই থেকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর