শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

একটি রাস্তার জন্য ভোগান্তি চার উপজেলার মানুষের

কিশোরগঞ্জ প্রতিনিধি

একটি রাস্তার জন্য ভোগান্তি চার উপজেলার মানুষের

বেহাল একটি রাস্তার জন্য ভোগান্তি পোহাচ্ছেন কিশোরগঞ্জের চার উপজেলার মানুষ। রাস্তাটি করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী কদমতলি বাজার থেকে মুক্তিযোদ্ধা আমির উদ্দিন একাডেমি হয়ে বড় হাওর পর্যন্ত গেছে। যার দৈর্ঘ মাত্র এক হাজার ৬৬১ মিটার। এলাকাবাসী  জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন নিবেদন করার পরও রাস্তাটি পাকা হচ্ছে না। বর্ষা মৌসুমে তো বটেই শীতকালেও সহজে এ রাস্তা দিয়ে কোনো গাড়ি এমনকি সাইকেল চালিয়েও যাওয়া যায় না। সবচেয়ে সমস্যা হয় বোরো ধান তোলার সময়। বড় হাওর থেকে এ রাস্তা দিয়ে চারটি উপজেলার মানুষকে ধান কেটে ঘরে তুলতে হয়। তখন কয়েক হাজার কৃষক ও কৃষি শ্রমিকের কষ্টের শেষ থাকে না। দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরাও। গোলাপদি হাটি গ্রামের বেলায়েত হোসেন জানান, করিমগঞ্জ, কটিয়াদী, নিকলী ও কিশোরগঞ্জ সদর উপজেলার সীমানা ঘেঁষা এলাকা বড় হাওর। এখানে একটিমাত্র রাস্তা কৃষকের ভরসা। এ রাস্তাটিই অবহেলিত। করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, ‘রাস্তাটি খুবই অবহেলিত।’ করিমগঞ্জ উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান জানান, হাওর অঞ্চলের ফসল তোলার একটি প্রকল্প প্রক্রিয়াধীন। এ প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকা করার চেষ্টা করা হবে।

 

সর্বশেষ খবর