শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জমি দখলের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আদালতে মামলা করেছেন দেলোয়ার নামে এক ভুক্তভোগী। এছাড়া তার নানা অনিয়ম তুলে ধরে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান বলেন, দেলোয়ারের জায়গাটা আসলে পরিষদের। সে জন্য তাকে উচ্ছেদ করা হয়েছে। ইউপি সদস্যদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শত্রুতাবশত তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এগুলো ঠিক না। অভিযোগে উল্লেখ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌলানপুর গ্রামে দেলোয়ার হোসেনের ১৬ শতাংশ জায়গা দখল করে নেন চেয়ারম্যান। ওই সময় দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। পুলিশের কাছে অভিযোগ করলে চেয়ারম্যান ও তার লোকজন দেলোয়ারের বাড়িতে গিয়ে তার মা ও দুই ভাইকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মেহেরপুর ইউপি সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, চেয়ারম্যানের একক সিদান্তে পরিষদ চলে। ইউপি সদস্যদের মতামত নেওয়া হয় না। মিটিংয়ে সদস্যদের রাখা হয় না। অপর ইউপি সদস্য দানিছুর রহমান বলেন, ট্যাক্স, লাইসেন্স ফির নামে লাখ লাখ টাকা আদায় হলেও তা পরিষদের ফান্ডে জমা হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর