শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাঁদপুরে সভায় হামলা গাড়ি ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় হামলা চালিয়েছে যুবলীগের একটি গ্রুপ। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মী, পুলিশ সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি প্রাইভেট গাড়ি। গতকাল দুপুরে উপজেলার ভাণ্ডারী মহল এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ঘটনাটি ঘটে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, সকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। দুপুরের দিকে উপজেলা যুবলীগের একটি মিছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালি নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের সভাস্থলে ঢুকে হামলা করে। পুলিশ মিছিলের সামনে থাকলেও তারা বাধা দিয়ে ব্যর্থ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভা চলাকালে যুবলীগ নামধারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। তারা বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবিসহ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ন্যক্কারজনক। পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ! উপজেলা যুবলীগের  যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে বর্তমান এমপি সফিকুর রহমান, উপজেলা যুবলীগসহ কাউকেই দাওয়াত দেওয়া হয়নি। তাছাড়া র‌্যালি নিয়ে যাওয়ার সময় তাদের মিছিলে ইট মারার ঘটনায় ক্ষিপ্ত হয়েছে নেতা-কর্মীরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, যুবলীগের মিছিলটি পুলিশ বেষ্টনীর মধ্যে থাকলেও তারা বেষ্টনী ভেদ করে হামলা চালায়। পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, আজকের আনন্দময় দিনে এ ধরনের ঘটনা কাম্য নয়। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সর্বশেষ খবর