শিরোনাম
রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুদের টাকার জন্য লাশ দাফনে বাধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ায় সুদের টাকার জন্য এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দেন সুদখোর তিন মহাজন। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের ১০ ঘণ্টা পর গতকাল লাশ দাফন করেন স্বজনরা। জানা গেছে, আলহাজ নূর মোহম্মদ তালুকদার (৮২) শুক্রবার ভোরে বরিশাল নগরের এক আত্মীয়ের বাসায় মারা যান। তিনি ছিলেন রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের চাচা। তার লাশ দাফনে বাধা দেন গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের চিহ্নিত সুদ ব্যবসায়ী আলী হোসেন বেপারী, শাহীন ঘরামী ও বাঙ্গিলা গ্রামের খোকন বেপারী। নূর মোহম্মদ তালুকদারের বড় ছেলে বাবুল তালুকদার জানান, তার বড় বোন দোলন বেগম সাত বছর আগে চুক্তিবদ্ধ হয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ নেন। পরে বোন বিদেশ চলে যাওয়ায় ওই ঋণ পরিশোধের দায়িত্ব নেন বাবা। গত পাঁচ বছরে ১০ লাখ টাকা পরিশোধের পরও ওই সুদখোরেরা তাদের কাছে আরও ১৩ লাখ টাকা দাবি করেন। তার বাবার বিরুদ্ধে তারা মামলা করেন। একটি মামলায় তার বাবার পক্ষে রায় হয়। পরবর্তীতে তার বাবা সুদখোর মহাজনদের কাছ থেকে ঋণচুক্তির দলিল উদ্ধারের জন্য মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে লাশ দাফন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়।

আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সুদের টাকার কারণে লাশ দাফনে বাধা প্রদানের খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়। বিষয়টি অমানবিক দাবি করে ওসি বলেন, ঋণের টাকা পরিশোধ বা আদায়ের অনেক ব্যবস্থা আছে। তাই বলে সুদের টাকার জন্য লাশ দাফনে বাধা দেওয়াটা বর্বরোচিত।

 

সর্বশেষ খবর