মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘুষ দাবির অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তাদের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের নামে মামলা করেছেন পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক আবদুল মোতালেব নামের এক গ্রাহক। গতকাল তিনি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলী আদালতের বিচারক ইরফানুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- বিদ্যুৎ বিতরণ বিভাগ কুমিল্লা শাসনগাছা অফিসের সাবেক মিটার রিডিংকারী রবিন, রিডিং সংরক্ষণকারী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আহাদ মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল ও বর্তমান রিডিংকারী জোবায়ের ইসলাম। আবদুল মোতালেব বলেন, ‘তারা প্রতারণার মাধ্যমে মানুষকে অফিসে নিয়ে ঘুষ দাবি করে।’ সহকারী প্রকৌশলী মো. আহাদ মোল্লা বলেন, ‘মিটার নষ্ট হয়ে যাওয়ার একটি বিষয় ছিলো। টাকা দাবি করার বিষয়টি জানি না। বিভিন্ন অভিযোগে রবিনকে আগেই বহিষ্কার করা হয়েছে।’

সর্বশেষ খবর