বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গুরুদাসপুরে সুদের খপ্পরে ৫০০ পরিবার এলাকাছাড়া

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এনজিও ও সুদ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে এলাকা ছাড়া হয়েছে অন্তত ৫০০ পরিবার। সুদের লেনদেনকে কেন্দ্র করে নানা জায়গায় সংঘর্ষের মতো ঘটনাও ঘটে থাকে। এ বিষয়কে কেন্দ্র করে নাজিরপুর এলাকায় একজন খুনও হয়েছেন। গতকাল গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উদ্বেগের সঙ্গে এসব কথা বলেন। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে সহমত প্রকাশ করে গুরুদাসপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনারুল ইসলাম বলেন, অভিযোগ পেলেই আমরা সুদ কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। ইউএনও মো. তমাল হোসেন বলেন, ইতোমধ্যে আমরা ঋণে জর্জরিত উম্মে হানিসহ অনেককেই ঋণমুক্ত করেছি। সুদের বিস্তার ঠেকাতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর