শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

৩৩ বছর পর পরিবারকে ফিরে পেল মুন্নি

নাটোর প্রতিনিধি

হারিয়ে যাওয়া সাত বছরের শিশু মুন্নি দীর্ঘ ৩৩ বছর পর ফিরে পেল তার পরিবারকে। মুন্নি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মৃত মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে। ৩৩ বছর আগে লালপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায় মুন্নি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সলইপাড়া গ্রামের মৃত মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে মুন্নি। ১৯৮৬ সালে পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর মিলকিপাড়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায়। শিশু মুন্নি হারিয়ে যাওয়ার পর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর স্কুলের পাশে নির্জনে বসে থাকতে দেখে স্থানীয় একজন। এরপর ওই শিশুকে নিয়ে যান এলাকার চেয়ারম্যানের কাছে। এর পর তৎকালীন গোপালপুর ইউপি চেয়ারম্যান মৃত মাহাবুদ্দিন আহম্মেদ সাধু পরিচয়হীন শিশু মুন্নির দায়িত্ব নেন এবং তার নাম রাখেন আছিয়া। এর পর লালন-পালন করে বিয়ে দেন। কিছুদিন আগে নিকটাত্মীয়র মাধ্যমে মুন্নির খোঁজ পান তার পরিবার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর