বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মা-মেয়েসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

মা-মেয়েসহ নিহত ১০

গাইবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে বাসচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ছাড়া ছয় জেলায় সড়কে প্রাণ গেছে আরও আটজনের। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় মঙ্গলবার গভীর রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচাপায় স্থানীয় বাজারের দুই ক্রেতা রাহেলা বেগম (৬৫) ও তার মেয়ে শেফালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এ ছাড়া ১৪ বাসযাত্রী আহত হয়েছেন। নিহত রাহেলা পলাশবাড়ী উপজেলার রামপুর গ্রামের খোকা মিয়ার স্ত্রী। রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে পিকআপ। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। বুধবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন ঢাকার মোহাম্মদপুরের জালাল আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম (২০)। অপরজনের নাম জানা যায়নি। লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় গতকাল দুপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুকুল হোসেন রংপুরের পাগলাপীর বকুলতলা এলাকার রমজান আলীর ও আনোয়ার হোসেন রংপুর উপশহরের কেল্লাবন্দ এলাকার জসিম উদ্দিনের ছেলে। সিলেট : নগরীর সুরমা পয়েন্টে গতকাল ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক শ্রমজীবী নিহত হয়েছেন। রফিকুল ইসলাম (৩৫) পেশায় রিকশাচালক। তার বাড়ি রংপুর। বাগেরহাট : চিতলমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল্লাহ ফকির (১৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা : শহরের সরকারি ছাগল খামারের কাছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক আলমসাধু চালক। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হাবিব হোসেন (৪০) জীবননগর উপজেলার জমিরের ছেলে। নাটোর : নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাথী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সাথী গাইবান্ধার সুন্দরগঞ্জের মোমিন আলীর স্ত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর