সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিতাস নদের তীরে বসে ছবি আঁকল শিশুরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চোখের সামনে তিতাস নদের ওপর সেতু। ছোট্ট শিশু জিসান একটু পর পর সেদিকে তাকাচ্ছে। সাদা কাগজে কাঠ পেনসিলের আঁচড়। একে একে গড়ে উঠল পিলার। এরপর সেতুর আনুষঙ্গিক বিষয়াদি। রঙের আঁচড় লাগার পর বিশাল সেতুটা  যেন চোখের সামনে ছোট কাগজে ঠাঁই নিল। জিসানের মতো আরও দেড় শতাধিক শিশু ছবি এঁকেছে। নদেও কাছে বসে তিন দিন ধরে তারা প্রায় দেড় হাজার ছবি এঁকেছে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে শীতকালীন আর্ট ক্যাম্পে অংশ নিয়ে শিশুরা এসব ছবি আঁকে। সিভিল সার্জন ডা. মো. শাহ আলম আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। শনিবার বিকালে ক্যাম্পের সমাপ্তি ঘটে।

সর্বশেষ খবর