সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

২০০ পরিবারকে খাবার দিলেন ছাত্রলীগ নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে জীবিকা বন্ধে সমাজের নি¤œআয়ের মানুষের জীবনযাপনে নেমে এসেছে দুর্বিসহ বিড়ম্বনা। এই পরিস্থিতিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ২০০ জন দিনমজুর ও অসহায় পরিবারকে একসপ্তাহের খাদ্যদ্রব্য দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিদ হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, আওয়ামী লীগ নেতা কবির হালদার, লিটন শেখ, ছাত্রলীগে নেতা স্বপন হালদার, পারভেজ পাইক জিসান, দুলাল সরদার কাউসার খান, ইমরুল পাশা পিথুল, মারুফ হোসেন, শাকিল আহমেদ রিয়েল।

আওয়ামী লীগ নেতার পিপিই প্রদান : জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত অর্থায়নে ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ সেট পিপিই দিয়েছেন। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাছলিমা আক্তারের হাতে এসব তুলে দেন।

ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ বলেন, ডাক্তারদের  মোট চাহিদা ছিল ৬৫ সেট। সরবরাহের কারণে তাদের চাহিদা অনুয়ায়ী দিতে পারিনি। আগামী ২ এপ্রিল আবার চেষ্টা করব চাহিদা অনুয়ায়ী সুরক্ষা সামগ্রী সরবরাহ করতে।

সর্বশেষ খবর