মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভারতে আটকেপড়া নাগরিকরা ফিরবেন বাংলাবান্ধা দিয়ে

পঞ্চগড় প্রতিনিধি

ভারতে আটকেপড়া নাগরিকরা ফিরবেন বাংলাবান্ধা দিয়ে

ভারতে আটকে পড়া কয়েকজন বাংলাদেশি ফিরবেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। আগত নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে  প্রবেশের পরই স্থলবন্দর সংলগ্ন এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এ নিয়ে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে এ তথ্য জানানো হয়। এতে আতঙ্ক দেখা দিয়েছে তেঁতুলিয়ায়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের আহ্বানে বৈঠকে পঞ্চগড়-১ আসনের এমপি মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায়, ভারতের বিভিন্ন এলাকায় এ সব বাংলাদেশি চিকিৎসাসহ নানা কারণে গমন করেন। করোনার বিস্তার ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় তারা আটকা পড়েন।

সর্বশেষ খবর