মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ইলেক্ট্রনিক মিস্ত্রি খুন

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় রবিবার রাতে কামরুল (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। নিহত কামরুল ওই এলাকার সালেহ আহমদের ছেলে। তিনি পেশায় টিভি ও ইলেক্ট্রনিক্স মেকানিক ছিলেন। আটকরা হলেন- জিসান ও জোহরা বেগম। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, পানির কল মেরামতের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে কামরুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনাস্থলে মারা যায় কামরুল। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটকরা চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগ নেতার বাড়িতে ত্রাণের চাল

আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মনির হোসেনের বাড়ি থেকে ত্রাণের আড়াই (দুই হাজার ৫০০ কেজি) টন চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। গত রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের ৮ নম্বর ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেনের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ হাসান জানান, গোপন সংবাদে মনিরের বাড়িতে অভিযান করা হয়। এ সময় ত্রাণের সরকারি দুই হাজার ৫০০ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। -ঝালকাঠি প্রতিনিধি

ঝিনাইদহে শুরু ১০ টাকা কেজির চাল বিক্রি

ঝিনাইদহে শুরু হয়েছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। জেলার ছয়টি উপজেলার ৬৭টি ইউনিয়নে গতকাল সকালে এ চাল বিক্রি শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, মঙ্গলবার থেকে চাল বিক্রি শুরু করার কথা থাকলেও করোনার কারণে একদিন আগেই এ কার্যক্রম শুরু হয়েছে। এ মাসে জেলার ৬৭টি ইউনিয়নে ১৩০ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত ৪৩ হাজার ৫৭৯ জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। বুধবার পর্যন্ত চাল বিক্রি অব্যাহত থাকবে।-ঝিনাইদহ প্রতিনিধি

গ্রাম পুলিশের গায়ে গরম পানি

নাটোরের সিংড়ায় করোনা পরিস্থিতিতে চা দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন চা দোকানি। জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর বাজারে গত রবিবার বিকালে চা দোকান খোলা থাকায় বন্ধ করতে বলেন গ্রাম পুলিশ সাজেদুল ইসলাম। দোকানি রাকিব বন্ধ না করে উল্টো সাজেদুল ইসলামের শরীরে গরম পানি ঢেলে দেন। সিংড়া থানা পুলিশ রাকিবকে আটক করেছে। -নাটোর প্রতিনিধি

কৃষকের ধান কেটে নিল প্রতিপক্ষ

কিশোরগঞ্জের নিকলীতে পূর্বশত্রুতার জেরে কৃষকের জমির ধান কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ওয়াহিদ মিয়া নিকলী থানায় মামলা করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ এপ্রিল রাতে ওয়াহিদের ২৫ শতাংশ জমির ধান কেটে নেয় দুর্বৃত্তরা। এর দুদিন আগেও দুর্বৃত্তরা তার জমির ধান কেটে নিয়েছিল। ওয়াহেদ মিয়া জানান, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান হয়নি।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

শরীয়তপুরে নকল ওষুধসহ আটক ১

শরীয়তপুরে নকল ওষুধসহ একজনকে আটক করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সকালে ডিবির একটি দল জেলা শহরের চৌরঙ্গী এলাকায় এই অভিযান চালায়। আটক সোহাগ সদর উপজেলার দাদপুর পশ্চিম ভাষানচর গ্রামের এমারত হাওলাদারের ছেলে। ডিবি পুলিশের ওসি কবিরুল ইসলাম বলেন, করোনা নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের চৌরঙ্গী এলাকায় তারা কাজ করছে। এ সময় নকল ওষুধসহ একটি অটোবাইক জব্দ এবং এর চালক সোহাগকে আটক করা হয়।  জব্দ করা ওষুধ বিভিন্ন কোম্পানির লেভেলে মোড়ানো।

-শরীয়তপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর