বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পিপিই না দেওয়ায় নার্সদের অসন্তোষ

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ না দেওয়ায় ঝুঁকি নিয়েই রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন। পিপিই না পাওয়া কেন্দ্র করে নার্সদের অসন্তোষ দেখা দিয়েছে। কর্মরত নার্সরা গতকাল এ বিষয়ে কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেনের সঙ্গে। স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন বলেন, ‘ভাই আমরাতো মানুষ না! আমাদের জীবনের কোনো মূল্য নেই! এ কারণেই সুরক্ষা পোশাক ছাড়াই আমাদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই বরাদ্দ পাওয়া গেলেও নার্সদের দেওয়া হচ্ছে না।’ নার্স ফাতেমা বেগম বলেন, ‘পিপিই না পাওয়ায় নিজের সুরক্ষার জন্য বাজার থেকে কালো রংয়ের রেইন কোট কিনে সেটি পরেই দায়িত্ব পালন করছি। জানি না এটা দিয়ে কতটুকু সুরক্ষা হবে।’ ফুলবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে ৪০টি এবং উপজেলা পরিষদ থেকে দুই দফায় ১৪০টি পিপিই পাওয়া গেছে। এর মধ্যে জরুরি বিভাগে দায়িত্বপালনকারী দুজন উপসহকারী মেডিকেল অফিসার এবং চিকিৎসকদের পিপিই দেওয়া হয়েছে। নার্সদের বলা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগী ভর্তি হলে দুজনকে পিপিই দেওয়া হবে।’

সর্বশেষ খবর