শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হাট গণপরিবহন বন্ধ, পান নিয়ে বিপাকে চাষিরা

দিনাজপুর প্রতিনিধি

হাট গণপরিবহন বন্ধ, পান নিয়ে বিপাকে চাষিরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি পানের বরজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে দিনাজপুরে বসছে না সাপ্তাহিক হাট। বন্ধ রয়েছে গণপিরবহনও। পাইকারি ব্যবসায়ীরা আসতে না পারায় পান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ক্রেতা না থাকায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে উৎপাদন খরচও উঠছে না, এমন দাবি চাষিদের। অন্য ফসলের চেয়ে পান চাষে তুলনামূলক খরচ কম এবং লাভজনক। পানের ব্যাপক চাহিদা ও বাজারমূল্য ভালো থাকায় দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, খানসামাসহ বিভিন্ন উপজেলার কয়েক গ্রামের মানুষ পান চাষ করেছেন। করোনার প্রভাবে এবার লোকসানের মুখে চাষিরা। এ অবস্থায় পান চাষে সরকারি প্রণোদনা চান তারা। ঘাসুড়িয়া গ্রামের চাষি সোহরাব হোসেন জানান, এ এলাকার মানুষের মূল পেশা পান চাষ। এখানে অন্য আবাদ হয় না। মৌসুম শেষ হওয়ায় পান বরজে রাখতেও পারছি না। রাখলে পান মোটা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আবার হাটবাজারে যেতেও পারছি না। হাকিমপুর উপজেলা কৃষি অফিস জানায়, এবার জেলায় ৩৬ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

সর্বশেষ খবর