শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘ধর্ষণ-নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন’

দিনাজপুর প্রতিনিধি

ইয়াসমিন ট্রাজেডির গণআন্দোলনের ২৫ বছর পূর্ণ হয়েছে গতকাল। দিনাজপুর শহরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে নিহত হন সাতজন। দিবসটি স্মরণে গতকাল দশমাইল পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। কিন্তু আজও কি ধর্ষণের ঘটনা কমেছে? এর কারণ হলো মামলার দীর্ঘসূত্রতা। তাই নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে হবে।’ সভাপতিত্ব করেন মজিদুল ইসলাম।

 সভাপতিত্বে আরও বক্তৃতা করেন স্বরুপ বকসী বাচ্চু, শরিফউদ্দিন, হামিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিছু বিপথগামী পুলিশ সদস্য ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে। এর প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল তা চূড়ান্ত রুপ নেয় ২৭ আগস্ট। সেদিন বিক্ষুব্ধ জনতার মিছিলে পুলিশ গুলি চালায়।

 

সর্বশেষ খবর