বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বেনাপোল বন্দরে বসছে ক্রেন ফরকলিফট

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরে জরুরি ভিত্তিতে ক্রেন, ফরকলিফট, নতুন পাঁচটি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বেনাপোল বন্দর অডিটরিয়ামে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন- বন্দর পরিচালক মামুন তরফদার, কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, মফিজুর রহমান সজন, নুরুজ্জামান, মহসিন মিলন, সাজেদুর রহমান।

সর্বশেষ খবর