সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

রানীশংকৈল উপজেলার বাজে বকসা গ্রামে ঝুঁকিপূর্ণ সেতু -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সেতুটি উপজেলার বাচোর ইউনিয়নের বাজে বকসা গ্রামে অবস্থিত। রাণীশংকৈলের মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পাকা সড়ক শুধু এই জরাজীর্ণ সেতুটির কারণে অচল হয়ে পড়েছে। উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না জানান, সেতুটি ভয়ানক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সেতুটি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, শিগগির সেতুটি পুনর্নির্মাণ করা হবে। জানা যায়, চার বছর  আগে কয়েক ধাপে মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত ৯ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। তখন অনেক আগের এই সেতুটি বেহাল অবস্থায় থাকলেও নতুন করে নির্মাণ না করায় স্থানীয়দের দুর্ভোগ রয়েইে গেছে। সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানে ঢালাই উঠে প্রায় দুই ফিট করে পৃথক স্থানের রড বের হয়ে আছে। স্থানীয়রা জানান, ভাঙা সেতুটির কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কোটি কোটি টাকা খরচ করে পাকা সড়ক নির্মাণ করা হলেও মাত্র ৫০ ফিট দৈর্ঘ্য সেতুটি নির্মাণ না করায় সড়কটির যথাযথ ব্যবহার হচ্ছে না।

সর্বশেষ খবর