শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দিনে উচ্ছেদ রাতে নতুন ঘর নির্মাণ

বিদ্যালয়ের জমি দখল

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা বন্ধ ও জমি দখল করে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের পর রাতের আঁধারে আবার সেখানে ঘর নির্মাণ করেছে প্রভাবশালীরা। এ ঘটনা উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চরম বিপাকে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। এদিকে, বিদ্যালয়ের জমি দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জনিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় আজম খান ও আনোয়ার মাস্টার। পরে ১৮ নভেম্বর মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই জমি দখলমুক্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ফের ওই দিন রাতেই সেখানে নতুন করে দুটি দোকনঘর নির্মাণ করেন প্রভাবশালীরা। অভিযুক্ত আজম খান ও আনোয়ার হোসেন মাস্টার বলেন, বিদ্যালয়ের পাশে তাদের জমি রয়েছে। সেই জমির রাস্তার জন্য ইটভাটার কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এখন ভাড়া না দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জয়দেব সরকার বলেন, বিদ্যালয়ের নামে থাকা ৫০ শতাংশ জমির সীমানা নষ্ট করে দখলের চেষ্টা করে যাচ্ছ।

উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা জুবায়ের হোসেন বলেন, স্কুলের জমির সীমানা নির্ধারণ করা না থাকায় পাশের জমির মালিকের সঙ্গে সীমানা নিয়ে সমস্যা রয়েছে। তিনি বলেন, নকশায় কোনো রাস্তা না থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তারপরও রাস্তা যাতে বন্ধ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। রাস্তা দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর