শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ধূলিময় ৩ কিলোমিটার সড়কে জনদুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

ধূলিময় ৩ কিলোমিটার সড়কে জনদুর্ভোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী-কাশিমনগর ৩ কিলোমিটার কাঁচা রাস্তা ধুলায় একাকার। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কয়েক গ্রামের মানুষ। শুষ্ক মৌসুমে ধূলিময় ও খানাখন্দে ভরা সড়কে চলাচলে যেমন ভোগান্তি হয়, তেমনি বর্ষায় কাদাপানিতে একাকার হয়ে যায়। ফলে সারা বছরই পিছু ছাড়ে না জনদুর্ভোগ। রাস্তাটি পাকাকরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও এমপির কাছে দাবি জানিয়ে আসছেন। বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি।

বীরগঞ্জের ঝাড়বাড়ী কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে। আসা-যাওয়ার সময় যখনই এই সড়কের কথা মনে হয়, তখনই মনটা খারাপ হয়ে যায়। এ রাস্তা দিয়ে চলাচলের সময় মনে হয় না আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। কাশিমনগর গ্রামের বাসিন্দা হিরেন্দ্রনাথ রায় বলেন, কাঁচা এ রাস্তায় প্রতিদিন পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি খুব দ্রুত পাকাকরণ করা হোক।

সর্বশেষ খবর