রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে এক বছরে ২৩ ধর্ষণ মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০২০ সালে ২৩টি ধর্ষণ মামলা হয়েছে। এসব মামলার অনেক আসামি গ্রেফতার হয়েছেন। পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। মামলা-গ্রেফতারের পরও গর্হিত এ অপরাধ কমছে না। এ উপজেলায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকসহ সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের অভিমত ধর্ষণ কমাতে সচেতনতা বাড়াতে হবে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুটি ধর্ষণের ঘটনা ঘটে। এ দিন জালকুড়িতে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে এবং পাঠানটুলি এলাকায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ করা হয়। ৩ নভেম্বর আদমজীর কদমতলী এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়।  গণধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। ২২ অক্টোবর কদমতলীতে ভাড়া বাসায় তিন বন্ধুর সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে আরেক স্কুলছাত্র। ১৪ অক্টোবর দুই বোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন বাড়ির কেয়ারটেকার আবু বক্কর। ৭ অক্টোবর দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আবদুল কুদ্দুস নয়ন (৩৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। ২৮ সেপ্টেম্বর মিজমিজি এলাকায় স্বামীর বন্ধুর বিরুদ্ধে সন্তানের সামনে গৃহবধূকে দলবেধে ধর্ষণের শিকারের অভিযোগ ওঠে।  সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, প্রযুক্তির অপব্যবহারের কারণে ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকান্ড সমাজে সংঘটিত হচ্ছে। এর কুফল সবার কাছে তুলে ধরতে হবে।

সর্বশেষ খবর