বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় ৫০ একর জমিতে যান্ত্রিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে সমলয়ে চাষাবাদে গতকাল রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়। বীরগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন তৌহিদুল ইকবাল, গোলাম নবী দুলাল, আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবাদি জমি কমছে। এর ওপর দেশে ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বর্তমানে বীজ, সার, কীটনাশক ব্যবহার করে একর প্রতি ফলন বাড়ানোর পাশাপাশি কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করে কম খরচে সঠিক সময়ে ও সঠিক নিয়মে চাষাবাদে ফসলের উৎপাদন বৃদ্ধি সম্ভব।

 

সর্বশেষ খবর