বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে উৎপাদন বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকার দুটি ইটভাটার উৎপাদন বন্ধের নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরেই হাই কোর্ট ও পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করেই চলছিল ভাটা দুটি। অবশেষে গতকাল অভিযান চালিয়ে স্তূপ করে রাখা ইট ভেঙে আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটা দুটিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও মানজুরা মোশারফ। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর (নারায়ণগঞ্জ জেলা) কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, এর আগেও ইটভাটা দুটি বন্ধের নির্দেশনা দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর