বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

দিনাজপুরে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম, সিলেট, রাজবাড়ী, ফরিদপুর ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : মঙ্গলবার রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় কাভার্ডভ্যান ও খড়িবাহী পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাওয়ার টিলার চালক সুদেল ইসলাম (২২) ও হেলপার নূর আলম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। এদিকে, একই রাতে পার্বতীপুরে বালু ভর্তি ট্রাক্টরের চাপায় ইব্রাহিম হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। ইব্রাহিম পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের উজ্জ্বল সরকারের ছেলে।

চট্টগ্রাম : নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় গতকাল ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তুহিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তুহিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেলালের ছেলে।

সিলেট : গতকাল সকালে শহরতলীর টুকেরবাজার এলাকায় পাথরবোঝাই ট্রাক চাপায় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। নিহত স্বপন কুমার শর্মা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সতিজি গ্রামের বাসিন্দা। তিনি নগরীর মদিনা মার্কেট পণিটুলা এলাকায় বাস করতেন। পুলিশ ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করেছে।

রাজবাড়ী : মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ট্রাক চাপায় আরিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আরিফ দৌলতদিয়া ইউনিয়নের লালমিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ভাঙ্গা (ফরিদপুর) : গতকাল সকালে উপজেলার বালিয়াহাটি-চন্দ্রপাড়া সড়কের চরডুবাইল গ্রামে বালিটানা ট্রাকের ধাক্কায় লিটন মাতুব্বর (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। লিটন নাসিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের নুরুদ্দিন মাতব্বরের ছেলে।

কালকিনি (মাদারীপুর) : গতকাল সকালে পাথুড়িয়ার পাড়-ইটেরপুল সড়কে ধুলগ্রাম এলাকায় মাটি ভর্তি নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বারেক মুন্সি (৭৫)। তিনি ভূরঘাটা মজিদ বাড়ি বাজারের ব্যবসায়ী।

সর্বশেষ খবর