রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ছয় প্রাণ

কুমিল্লায় গতকাল গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বাগেরহাট, বরিশাল ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা : ড্রাম ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ার পর আরেকটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন বলেন, নিহতদের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে আনিসুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ফটিকছড়ির হরিণাদীঘি এলাকার আমিন শরীফের ছেলে। তিনি ২ ফেব্রুয়ারি নগরীর বহদ্দারহাটে বাস-অটোরিকশা সঙ্গে সংঘর্ষে আহত হন। বাগেরহাট : সুন্দরবন দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সনি (৩০) নামের এক আরোহী গুরুতর আহত হন। নিহত বোরহান উদ্দিন যশোরের বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামে সাইদুর রহমানের ছেলে। বরিশাল : গৌরনদী উপজেলার বাটাজোর-সংলগ্ন কবিবাড়ি এলাকায় গতকাল কাভার্ড ভ্যান, ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আজিজুল সরদার (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ছাড়া মোটরসাইকেলের চালক ও আরোহী পিতা-পুত্রসহ আহত হয়েছেন তিনজন। কালিয়াকৈর : গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত বিপুল (২০) জয়পুরহাটের ক্ষেতলাল থানার জামগড়া এলাকার আবদুর রশিদের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর