বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

আমতলী (বরগুনা) প্রতিনিধি

কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

বরগুনার আমতলী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম পূরণে দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টাকা দিতে না পারায় শেষ দিনেও অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি বলে জানা গেছে।

আমতলী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৩ জানুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য তারিখ ঘোষণা করে। এক মাস ধরে চলেছে ফরম পূরণ কার্যক্রম। গতকাল ছিল শেষ দিন। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণ বাবদ এক হাজার ৪০০ টাকা ও কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নির্ধারণ করে। আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান বিভিন্ন খাত দেখিয়ে দ্বিগুণের বেশি অর্থাৎ ৪ হাজার ৪২০ টাকা করে আদায় করছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে অতিরিক্ত ফি না দিতে পারায় অনেকের ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শেষ দিন পর্যন্ত ২৪৭ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এখনো বাকি একশ’র বেশি শিক্ষার্থী। ফরম পূরণ করতে ইচ্ছুক কয়েকজন বলেন, করোনাকালীন সময়ে বাড়তি টাকা দিয়ে ফরম পূরণ কষ্টসাধ্য ব্যাপার। আমতলী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম পূরণ কমিটির সদস্য শাহজাহান ফারুক বলেন, বিষয়টি অধ্যক্ষ ভালো বলতে পারবেন। অধ্যক্ষ মজিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।

 ইউএনও আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর