বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিচারপ্রার্থী নারী শিশুকে মারধর করল আসামিরা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বাদীপক্ষের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। একটি ফৌজদারি মামলার কয়েক আসামিকে জেলহাজতে পাঠনোর কারণেই বাকি আসামি ও তাদের লোকজন বিচারপ্রার্থী তিন নারী এবং এক শিশুর ওপর চড়াও হয়। পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার টুনিরহাট বানিয়াপাড়ার  আজিমা, তার মেয়ে মারিয়া (৫), আজিমার মা সকিনা ও খালা আরজিনা। আদালত চত্বরে থাকা লোকজনের সহযোগিতায় পুলিশ তাদের সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় আদালতের পরিদর্শক মকবুল হোসেন জানান, ঘটনার পরই আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। একই সঙ্গে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। এখন তারা আইনগত ব্যবস্থা নেবে। সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ওই ঘটনায় এক নারী আটক হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতরা জানান, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির গাছের ডাল কাটা নিয়ে টুনিরহাট বানিয়াপাড়ার মকছেদুর রহমান ও প্রতিবেশী আজিরত ইসলামের পরিবারের সংঘর্ষ হয়। এতে মকছেদুরের পরিবারের কয়েকজন আহত হন। ১০ ফেব্রুয়ারি মকছেদুর বাদী হয়ে আজিরতসহ আটজনের নামে আদালতে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন আবেদন করলে বিচারক আজিরত ও রয়েল নামে দুজনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত দুই আসামিকে জেলহাজতে পাঠানোয় ক্ষুব্ধ হন অন্য আসামি ও তাদের লোকজন। তারা বাদীপক্ষের তিন নারী ও এক শিশুকে মারধর করেন।

সর্বশেষ খবর